গুরুর সাথে শেষ দেখা হলো না

92
শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা পরীমনি। ছবি- ফেসবুক থেকে
Print Download PDF

বিনোদন ডেস্কঃ চিত্রপরিচালক শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এই পরিচালক তাঁকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি।
ঢাকার গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় শাহ আলম মণ্ডল (৪৭) মারা গেছেন।

প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন পরীমনি। আজ রোববার সকালে ফেসবুকে লিখেছেন, ওস্তাদ, আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও, মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না।

ক্যারিয়ারের শুরুতে টুকটাক মডেলিং করেছেন পরীমনি। কয়েকটি নাটকেও দেখা গেছে তাঁকে। ২০১৩ সালের আগস্ট মাসে এক নাট্যপরিচালকের মাধ্যমে পরীমনির সঙ্গে পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচয় হয়, শাহ আলম দীর্ঘদিন পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী পরিচালক হিসেবে কাজ করে ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্র পরিচালনায় হাত দিয়েছেন।

শাহ আলম মণ্ডলের অন্য ছবিগুলো হলো ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরিচালক শাহ আলম মণ্ডল। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এভাবে পাঁচ হাসপাতাল ঘুরে শুক্রবার শাহ আলম মণ্ডলকে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে তাঁকে আর ফেরানো যায়নি। শাহ আলম মণ্ডলের মরদেহ তার গ্রামের বাড়ী রংপুরের বদরগঞ্জে নেওয়া হয়েছে।

শাহ আলম মণ্ডল ২০১১ সালে প্রথম চলচ্চিত্রে আসেন। শাহ আলম মণ্ডলের অন্যান্য ছবিগুলো হলো ‘‘আপন মানুষ” ‘‘ডনগিরি’’ এবং ‘‘লকডাউন লাভ স্টোরি’’।