অনলাইন ডেস্কঃ সরকারী চাকুরীতে ক্যাডার ও ননক্যাডার মিলে সর্বমোট ২২ হাজার নতুন কর্মকর্তা পদে নিয়োগ দিবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্রের বরাত দিয়ে জানা গেছে, যে ২২ হাজার নতুন নিয়োগ আসছে তার সবকটি কর্মকর্তা পদে। এবার বিসিএসের মাধ্যমে সকল নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস হবে বিষয়টি প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোকলেসুর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন এবং নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত জানাবেন।