আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস সহ লাখো মানুষের ঢল

111
চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে জানাজার একাংশ। ছবি- সংগৃহীত
Print Download PDF

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকার সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করে। জানাজার পূর্বে সেখানে আইনজীবী নেতারা বক্তব্য রাখেন। তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

প্রথম জানাজা শেষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠানে অংশ নিতে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার পিতার নাম জালাল উদ্দিন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ২০১৮ইং সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবীতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।