বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের দুতাবাসে

120
ম্যাডাম খালেদা জিয়া। ফাইল ছবি
Print Download PDF
ম্যাডাম খালেদা জিয়া। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার পর  আঙ্গুলের ছাপ দিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান। সব প্রক্রিয়া শেষ হলে ডিসেম্বরের মাঝামাঝিতে উন্নত চিকিৎসায় ম্যাডাম লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন।

ম্যাডাম এখন বিমানে ভ্রমণ করতে পারবেন। মানে ভ্রমণ করার মতো ফিট আছেন। কখন কি হয় সেটা তো আর কেউ বলতে পারবে না। ৬জন চিকিৎসকও সঙ্গে যাচ্ছেন বলে জানা গেছে।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।