মাঝের বাড়ি

111
আইনুন ম্যামী
Print Download PDF

কবে কখন কোন খেয়ালে

চলতে চলতে হঠাৎ বেভুলে

হাত বাড়িয়ে থেমেছিলে

কি ভেবে আনমনে বলেছিলে

জীবনের এই মাঝের বাড়ি

অনুভবে তুমিই আমার নারী

হয়তো মনে হবে বাড়াবাড়ি

আমি শুনে হেসেই মরি মরি

ক্ষণিকের অনুভূতি তোমার মনে

ভাসলে খরস্রোতা ঢেউয়ের সনে

পূরাণ কথকেরা মেতেছে গানে

কাকে ভোলার আকুলতা প্রাণে

আমি জানি আমিই তাঁকে চিনি

সেজে স্বর্নলতার আলোক রানী

চলে গেছে তবু আজও ভোলনি

বাঁধনে বেঁধে রাখতে গিয়েও বাঁধনি

সাধনে সাধা হয়নিকো যারে

আজ ভুলিতে ব্যাকুল তাঁরে

হাত বাড়ালে ভালো বাসিবারে

আমি তাই হেসেই যাই মরে