পথ চলা ছিল বহুদিন,
চেনা জানাও অনেক দিন।
হঠাৎ দেখি,
হায় একি !
ঝড়ের আগেই কোথায় তাঁরা,
স্বজন মোর ছিল যারা।
ঝড়ের পরে
আমার ঘরে
আমি ছাড়া আপনার স্বজন,
নয়কো কেহ, জলে ভরে নয়ন।
চেনা মুখ
অচেনাতেই সুখ।
দাঁড় কাকেরা বরষায় ভিজে,
সঙ্গীহারা সুখ কী খোঁজে ?
নিজের কাছে,
উত্তর আছে,
শুন্য ঘরের শুন্য আঙিনায়,
আজ মন কাঁদে রুদ্র বীণায়।