আমার প্রিয় এই স্বদেশ ভূমিতে,
মেধার আকাল বুদ্ধিজীবির খুলিতে।
আজ তাই দ্রোণ পুত্র আড়ালে,
পুড়ে পুড়ে জ্বলে দ্রোহের অনলে।
ধুকছে মেধা ধুকছে স্বদেশ,
বলছো তবুও আছিতো বেশ।
এই অহম তোমার ভাঙবে কবে,
বোধিবৃক্ষ তলে বোধন হবে?
দ্রোহের অনল জ্বালিয়ে বুকে,
ধিরাধিরাজ বেশে পুড়ছো সুখে।
ঐ সিংহ আসন এবার কি তবে,
দন্তভাগে চিবিয়ে খেলে শান্তি পাবে?
স্বদেশ মাতা তোমার শ্যামল ক্রোড়ে,
অভিমন্যুই আসুক আবার ফিরে।
তীরের ছন্দ বাজুক দশো দিকে,
সত্যধামে মন দুলুক রক্ত গোলাপ চাষে।