শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে

0
553
ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নের জন্য তৈরি করা প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি। এতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে।

আজ রবিবার (০১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। আগামীকাল সোমবার (০২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে।

অপরদিকে, অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।

তিনি আরো বলেন, শ্বেতপত্রের প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে ধরে আলাদা বিশ্লেষণ করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে পরিসংখ্যানকে মেনুপুলেট করা হয়েছে। উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে চলেছে লুটতরাজের এক মহাযজ্ঞ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটেতে দেশের আরো খ্যাতিমান ১১ জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here