নারায়ণগঞ্জে মহান বিজয়ের সাংস্কৃতিক উৎসব উদযাপন

119
নারায়ণগঞ্জে মহান বিজয়ের সাংস্কৃতিক উৎসব উদযাপন
Print Download PDF

অনলাইন ডেস্কঃ উন্মেষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গতকাল ১ ডিসেম্বর ২০২৪ রবিবার বিকাল ৪.৩০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এডভোকেট প্রদীপ ঘোষ বাবু। উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী দাশ গুপ্তা। এ উৎসবে ছিল সমবেত জাতীয় সংগীত, গণসংগীত, মুক্তিযুদ্ধের গান, আবৃত্তি, নৃত্য, নাটক, মূকাভিনয় ও আলোচনা সভা।

নারায়ণগঞ্জে মহান বিজয়ের সাংস্কৃতিক উৎসব উদযাপন।

উৎসবে অংশগ্রহণকারি সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, এই বাংলায়, অর্চনা, মাইম ফেইস, প্রাচ্যনাট, উন্মেষ ও নারায়ণগঞ্জের শিল্পীবৃন্দ। মুক্তিযুদ্ধের ৫৩ বছর ও দেশের সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করেন উন্মেষ সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি।

নারায়ণগঞ্জে মহান বিজয়ের সাংস্কৃতিক উৎসব উদযাপন

তিনি তাঁর আলোচনায় বলেন, জাতি হিসেবে বাংলার মানুষের হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন। এ লড়াইয়ে দেশের সর্বাধিক সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। প্রকৃতপক্ষে শ্রমিক কৃষকসহ দেশের ৩০ লক্ষ সাধারণ মানুষ জীবন দিয়েছিল। ২০২৪ এর গণঅভ্যুত্থানের কথা বলে ৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার কথা বলছেন অনেকেই; এটা বাঙালি জাতি কখনোই মেনে নেবে না। ২০২৪ দিয়ে ৭১ মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধ বিরোধী পরাজিত সাম্প্রদায়িক শক্তি ও পাকিস্তানের পক্ষ নেওয়া ঘাতক দালালদের মানুষ কখনোই মেনে নেবে না। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।