অনলাইন ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের উপরে মোস্তফা আলমগীর রতন (আহ্বায়ক, মিডিয়া বিভাগ,বাংলাদেশ ওয়ার্কাস পাটি) যা বলেন, “২০০৪ সনের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন তৎকালীন সময়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলাটি ছিল চরম নৃশংস ও দুর্বিতায়িত প্রতিশোধ পরায়ণ ও রাজনৈতিক ভাবে অগণতান্ত্রিক পন্থা তা গণতান্ত্রিক শান্তিকামী মানুষ কামনা করেন না।
ঘটনাটির সুষ্টু ন্যায় বিচার ও প্রকৃত দোষীদের শাস্তি বিধান নিশ্চিত ছিল একটি গণতান্ত্রিক দেশে তার বিচার ব্যবস্থার দায়িত্ব। বিচার প্রক্রিয়ার ক্রটি বিচ্যুতিতে সত্য ঘটনা চাপা পড়ে যাওয়া ও প্রকৃত দোষী নিরূপন না হওয়া ভবিষ্যতে খারাপ নজীর বলে জনমানসে থেকে যাবে।
অতএব ঘটনার সত্যতাকে সামনে রেখে রাষ্ট্রকে পুনরায় পুন: উদ্যোগ নিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির বিধান নিশ্চিত করা উচিত”।