৭৫ এর- ১৫ আগষ্টের ছুটি ঘোষনার রায় স্থগিত করেছে মহামান্য আদালত

175
১৫ আগষ্টের ছুটি ঘোষনার রায় স্থগিত করেছে মহামান্য আদালত। ফাইল ছবি
Print Download PDF

নিজস্ব সংবাদদাতাঃ জুলাই আগষ্টকে ঘিরে ছাত্র আন্দোলনের পথ ধরে সংস্কার প্রশ্নে ১৯৭৫ এর – ১৫ আগষ্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় আজ সোমবার (২ ডিসেম্বর) স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

উল্লেখ্য যে, গত ১৩ আগষ্ট রাতেই বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগষ্টের ছুটি বাতিল করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

এতে আরও বলা হয়েছিল, ‘‘উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবসের ঘোষিত ১৫ আগষ্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজকের উপদেষ্টামন্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে”।