শোক সংবাদে সমবেদনা প্রকাশ

133
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি লোগো। ফাইল ছবি
Print Download PDF

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও নীলফামারী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড রুহুল আলম মাস্টার গতকাল ৪ ডিসেম্বর বুধবার বিকাল ৪.৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগ ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

কমরেড রুহুল আলম মাস্টার এর মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত আজীবন লড়াকু ছিলেন। আমরা কমরেড রুহুল আলম মাস্টার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।