লাশের শহর

184
আইনুন ম্যামি
জলের তলে
ডুবে ডুবে
খবরের খবর
জল হলে
দেখনি ভেবে
জলের উপর।
সারা জীবন
অংক অনুপাতের
বৃথাই গেল
মাটির নগর
ধুলোর হল
পৃথিবীও শ্মশান।
লাশের শহরে
প্রেমের মোহে
আলোর কোলে
নিকষ আঁধারে
প্রাণের দ্রোহে
ভেসে গেলে!