শরিয়তপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ ও বেগম রোকেয়া দিবস পালিত

187
ছবি- সিএনএস
Print Download PDF

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেছেন, আমাদের উন্নয়নশীল দেশকে উন্নত দেশে পরিনত করতে চাইলে অবশ্যই নারীর অধিকার ও মর্যাদাকে সমুন্নত করতে হবে। কারণ দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে পিছনে ফেলে রেখে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।

তিনি সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শরীয়তপুর জেলার জয়িতাদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈনউদ্দিন। বক্তব্য রাখেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া রহমান, জয়িতা নার্গিস আক্তার।

এ বছর জেলা পর্যায়ে নির্বাচিত ৫ জয়িতা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঐকান্দি গ্রামের আইরিন আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ডামুড্যা উপজেলার ধানোকাটি গ্রামের হালিমা খাতুন, সফল জননী ক্ষেত্রে সদর উপজেলার কাশাভোগ গ্রামের নার্গিস আক্তার, সমাজ উন্নয়নে ডামুড্যা উপজেলার পশ্চিম নান্দ্রা গ্রামের সুলতানা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য ডামুড্যা উপজেলার আতলাকুড়ি গ্রামের ইথার বেগম।