এদেশে দেবতারও
নির্ভুল সংস্কৃতিরও,
বিশুদ্ধতার সাদা চোখে
অহর্নিশ কিছু লোকে।
কালো রঙের
আচার অর্চনার
মহা উৎসবে,
ব্যস্ত স্ব – গৌরবে
শুঁয়োপোকারা রোজ
মন্দটাকে করে খোঁজ।
ভালোর ভালো
আলোতেও দেখে কালো,
এদেশেরই সংষ্কার
যুগ আর যুগান্তর,
সেদেশের সূর্যালোক
ভোরেই অস্ত যাক।
আমার এ শাপে
তুমিও পুড়বে অনুতাপে।