প্রতিবাদী লংমার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে

211
ছবি-ডেইলি অবজারভার
Print Download PDF

সোহেল রানা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৩টি অঙ্গ সংগঠনের ডাকা আখাউরা অভিমুখের পূর্ব ঘোষিত লংমার্চে যোগ দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জে সমাবেত হয়েছে নেতা কর্মীরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। মূলত বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, হাই কমিশনে হামলা এবং তাদের মিডিয়াপাড়ার মিথ্যা প্রচারনার বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ এই লংমার্চের ডাক দিয়েছিলেন।

বিএনপি‘র এই ৩ অঙ্গ সংগঠনের উপস্থিতি লক্ষ করা গেছে নারায়নগঞ্জের মৌচাক, শিমরাইল মোড়ে ও সাইনবোর্ড এলাকায়।  কর্মসূচিকে ঘিরে আজ বুধবার সকাল ৯ টার পর থেকে এই তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলে দলে জড়ো হতে দেখা যায়। ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’ জনগণ, ‘স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নেই’ এমন বিভিন্ন লিখনির প্লেকার্ড-ফেস্টুন বিভিন্ন শ্লোগানে মুখরিত রেখেছেন মহাসড়ককে।

উপস্থিত তিন সংগঠনের নেতাকর্মীরা ভারতকে বিন্দু মাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। তারা বলেন, ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশর জাতীয় পতাকাকে অবমাননা করেছে, হাইকমিশনে হামলা করেছে। মূলত তাদের পছন্দ শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরে আনতে তাদের অপচেষ্টার শেষ নেই। ভারতীয় মিডিয়ায় দেশকে নিয়ে অপপ্রচার বন্ধের জন্যে আমরা আখাউড়ার উদ্দেশে রওনা করেছেন।