অদ্ভুত উন্মাদনা

125
ফাইল ছবি
Print Download PDF
কোথায় যাচ্ছি কী চাইছি
বুঝতে পারছি নাকি সব হারাচ্ছি
স্বপ্নের রাজ্যে রাজা ভাবছি
আসল নকল প্রজা সাঁজছি
ঢেউয়ের স্রোতে ভেসে যাচ্ছি
দিনের শেষে পথ কী পাচ্ছি
নিজের সাথে লুকোচুরি খেলছি
গড়ার কথায় ভেঙে ফেলছি
পুতুল পুতুল খেলা করছি
এভাবে নিজেকে মহারাজা ভাবছি
মাটি ছাড়াই আকাশে হাটছি
শেকড় কাটা গল্প বুনছি
ঘুমের ঘোরে বসতি গড়ছি
শতাব্দীর বুকে অন্তঃসার হচ্ছি
আমার রাজ্য আমিই পোড়াচ্ছি
সবুজ অরণ্যে ছাই বানাচ্ছি
বোধনের ডানায় টের কি পাচ্ছি
জিঘাংসার অনলে ক্রমে পুড়ছি
জ্বলে জ্বলে পুড়ে পুড়ে জ্বলছি
কেন কারণ প্রশ্ন পত্র কত লিখছি
বোকার স্বর্গের কর্ণধার আমি হাসছি
বুঝেও পা টিপে টিপে এগোচ্ছি
আমি কি মানবতার গান গাইছি
আমার আমিকে কোথায় নিয়ে যাচ্ছি
ভাসমান সময়ের বাঁকে ঘুরছি
কত শতাব্দী ধরে কাকে খুঁজছি ?
কবি: আইনুন ম্যামি