শরীয়তপুরের জাজিরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

198
ছবি- সিএনএস
Print Download PDF

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মাসেতু দক্ষিন এলাকার জমাদ্দার স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার অখিলউদ্দিন মুন্সি কান্দি গ্রামের হাজী আব্দুল খালেক মৃধার ছেলে মোঃ পলাশ মৃধা (৩২) এবং একই গ্রামের মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (৩৪)।

পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ টিম নাওডোবার জমাদ্দার স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি আকরাম হোসেন। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।