সোহেল রানা জেলা প্রতিনিধিঃ হাজার নদীর অববাহিকার বাংলাদেশে, ত্রিশ লাখ শহীদের পদভারে মূখর মহান বিজয়ের লগ্ন। আসছে ১৬ ডিসেম্বর বাঙ্গালীর প্রতি ঘরের আঙ্গিনায় লাল সবুজের আবাহন। তাইতো এ জাতির অস্তিত্বে নাড়া দিয়ে যায় বিজয়ের প্রাক্কালে।

চলছে ঘরে ঘরে বিজয় উদযাপনের পূর্ব প্রস্তুতি। মহান স্বাধিনতা ও সার্বভৌম অর্জনের নেপথ্যের কারিগর লাখো শহীদের স্বরনে, তিন লাখ মা বোনের আত্মত্যাগের নিমিত্তে যথাযত সম্মান, শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বার্মা ষ্টান্ডে, বিজয় দিবস উদযাপনে রনি, রিপন, ইমন, শাওন, সোহেল রানা, আনোয়ার হোসেন কালু প্রমখদের চলছে পূর্ব প্রস্তুতি।
১৯৭১ সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার উৎসব উপভোগে। এই মহান বিজয়ের মাসে ৫৪তম বিজয় উদযাপনের লক্ষ্যে।