নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কবি সংসদ বাংলাদেশ এর ২৬ বছর পূর্তি উৎসব। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি, গবেষক, বহুভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী সভাপতি জাতীয় কবিতা মঞ্চ ও সম্পাদক দৈনিক দেশ জগত, প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল প্রধান উপদেষ্টা কবি সংসদ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অশোক ধর সহ-সভাপতি কবি সংসদ বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম উপদেষ্টা কবি সংসদ বাংলাদেশ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ গনি মিয়া উপদেষ্টা কবি সংসদ বাংলাদেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী চেয়ারম্যান স্থায়ী কমিটি কবি সংসদ বাংলাদেশ। জনাবা মাফিয়া আক্তার অর্থ ও দপ্তর সম্পাদক কবি সংসদ বাংলাদেশ, কবি লিটন হায়দার সিনিয়র সহ-সভাপতি কবি সংসদ বাংলাদেশ, সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম কনক প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি সংসদ বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করা হয়।