নগর কোলাহল

96
কবি-আইনুন ম্যামি
Print Download PDF
কতদিন কত বছর
গেল চলে,
ভোরের সূর্যস্নানে শরীর
উঠেনি দুলে।
পায়ে পায়ে মাখিনি
শিশিরের জল,
নগরের কোলাহলে শুনিনি
পাখিদের রোল ।
ঘাস ফড়িঙের সাথে
ছুটে চলা,
হয়না দুরন্তপনায় মেতে
বেলা অবেলা ।
কৃষ্ণরাতের ঘন আঁধারে
নিমের ডালে,
জোনাকির আলোর আসরে
গানের তালে,
মন কাঁদে কেন
আজও রাতে,
ফেলে আসা স্মৃতি যেন
ফেরে প্রাতে ।
কালের যাত্রা শেষে
ফেরার তাড়া,
চিরচেনা আপন নিবাসে
স্বপন পারা।
মন উঠলো দুলে
শিউলি তলা,
ভোরের বেলা ফুলে ফুলে
ফুলের ডালা,
ভরে নেব কোমল হাতে।
হাসনা হেনা
সুবাস দেবে শরীরটাতে,
লজ্জাবতীর না,
শুনবে নাকি করবী
যূঁই কামিনী,
চন্দ্রপুকুর আমায় বলবি,
আলোর যামিনী
আছেতো আজও আমার
সময়ের বাঁকে,
ফেলে আসা শৈশব কৈশোর
শিশিরের বুকে।
সূর্যস্নানের ভোরের আলো
ঘাস ফড়িঙেরা,
এখনো বাসে ভালো
ওরা কি অধীরা !
নগরের কোলাহলে,পাখির রোলে
জোনাকিদের সভা,
শিউলি তলা, শিশির জলে
কাঁদালে বিভা।