শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম (সেবা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলবিদা মোহাম্মদ সানাউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীনসহ মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিগণ।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা করেছে। ১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভাসানী, সাংবাদিক হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পারভেজ রহমান সেলিম, পিআইও হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিগণ।
ডামুড্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ,দা,) মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল হাই।
গোসাইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজাল, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন বাচ্চু ছৈয়ালসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর, গোসাইরহাট ফায়ার সার্ভিসের মিল্টন ও সাইফুল।
এছাড়াও সামন্তসার ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রব সরদার, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক মিয়া, যুবদল নেতা মজনু, জামাত নেতা, সাধারণ ছাত্রজনতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শরীয়তপুর সদর, জাজিরা ও নড়িয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে একযোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।