শূণ্য আকাশ

121
কবি-আইনুন ম্যামি
Print Download PDF
মাঝ আকাশে হাত বাড়ালে
শুণ্যতাই দাঁড়িয়ে থাকে আড়ালে
কাছে থেকেও দুরে
খুঁজে জীবন ভরে
চোখে চোখে ক্লান্তির ভাষায়
সন্ধ্যে নামে ফেরার নেশায়
পোড়া মাটির শহরে
অতলান্ত অন্ধকারে
ঐ সারমেয়টা ছাড়া
কেউ নয়তো পথহারা
সময় অসময়ে স্বজন সে যে
সকাল দুপুর সাঁঝে
শুন্য আকাশ ছুঁয়ে দেখার আশে
ভাসালে জীবন জীবনের বারমাসে
পেলে কী আকাশ কিংবা পেয়েছ মাটি
তরণীও পেল কী উজান গাঁর ভাটি