মাঝ আকাশে হাত বাড়ালে
শুণ্যতাই দাঁড়িয়ে থাকে আড়ালে
কাছে থেকেও দুরে
খুঁজে জীবন ভরে
চোখে চোখে ক্লান্তির ভাষায়
সন্ধ্যে নামে ফেরার নেশায়
পোড়া মাটির শহরে
অতলান্ত অন্ধকারে
ঐ সারমেয়টা ছাড়া
কেউ নয়তো পথহারা
সময় অসময়ে স্বজন সে যে
সকাল দুপুর সাঁঝে
শুন্য আকাশ ছুঁয়ে দেখার আশে
ভাসালে জীবন জীবনের বারমাসে
পেলে কী আকাশ কিংবা পেয়েছ মাটি
তরণীও পেল কী উজান গাঁর ভাটি