স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন: ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে সরকার অবগত নয়

148
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত
Print Download PDF

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি জানতে চেয়েছেন তা সরকার অবগত নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকা নিয়ে কোনো তথ্য সরকারের কাছে ছিল না। তবে হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ এমপিকে আগেই দেশ ত্যাগের সুযোগ দিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে পুণরায় অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি এসময় আবারও নিশ্চিত করলেন, যারা দোষী না মামলা হলেও তাদের কিছুই হবে না।