তাহসান খানের নতুন জীবনসঙ্গিনী রোজা আহমেদ

135
Print Download PDF

অনলাইন ডেস্কঃ জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। তার নতুন জীবনসঙ্গিনী রোজা আহমেদ, যিনি পেশায় একজন মেকওভার আর্টিস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। তিনি একজন সফল উদ্যোক্তা, যিনি পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার

রোজা প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন। তিনি শুধু নিজে কাজই করেননি, বরং মেকওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন। তার কাজের মাধ্যমেই অনেক নারী নিজের ক্যারিয়ার গড়তে পেরেছেন।

তাহসান এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে ২০১৩ সালের ৩০ জুলাই আইরা তাহরিম খান নামে এক কন্যাসন্তানের জন্ম হয়। তবে, ২০১৭ সালের ৪ অক্টোবর তাহসান ও মিথিলা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

তাহসান ও রোজার এই নতুন অধ্যায় ভক্তদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে এসেছে। দুজনের জন্য রইলো শুভকামনা।