চিত্রনায়িকাকে অপহরণের চেষ্টা, উবারচালক গ্রেপ্তার

91
Print Download PDF

অনলাইন ডেস্কঃরাজধানীর হাতিরঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের চেষ্টার অভিযোগে উবারচালককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিত্রনায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টার অভিযোগে রামপুরা থানা পুলিশ উবারচালককে গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার দুপুরে রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন নিঝুম রুবিনা।

নিঝুম জানান, মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও উবারচালক গুলশান রোডে প্রবেশ করেন। তখন গাড়ির গতি ছিল প্রায় ৮০ থেকে ১০০। বিষয়টি সন্দেহ হলে তিনি চালককে গাড়ি থামিয়ে নামিয়ে দিতে বলেন। জবাবে চালক ধমকের সুরে বলেন, ‘চুপ থাক, কোনো কথা বলবি না।’ এরপর তিনি গাড়ির গ্লাস তুলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন গাড়ির গতি একটু কমেছে। সঙ্গে সঙ্গেই তিনি গাড়ি থেকে লাফ দেন।

পরে তিনি হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে, যে গাড়িটি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে সেটি অন্য একজন চিত্রনায়িকার।

এ বিষয়ে নিঝুম রুবিনা জানান, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক তাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে তিনি এই ঘটনায় জড়িত কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।