হ্যাকারদের দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

192
Print Download PDF

অনলাইন ডেস্কঃজাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাকারদের দখলে চলে গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে হ্যাকারদের একটি বার্তা দেখা যাচ্ছে।

সাইবার ফোর্স সনাতনী নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। তারা সেখানে একটি বার্তাও দিয়েছে।

আজ মঙ্গলবার, জাতীয় ক্রীড়া পরিষদ দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর দুপুরে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় এটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার করে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি একটি বার্তা দিয়েছে। সেখানে তারা সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করার হুঁশিয়ারি দিয়েছে।

হ্যাকাররা লিখেছে, ‘সকল হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। আমি দীর্ঘ সময় ধরেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। আমি বলে দিচ্ছি সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। এবং আমি হিন্দুদের অপমান বন্ধ করতে চাই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এই পরিষদটির সচিব মো. আমিনুল ইসলাম হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এনএসসির পক্ষ থেকে ওয়েবসাইটটি উদ্ধারের চেষ্টা চলছে।