ঘুরছে ট্রেনের চাকা,কর্মবিরতি প্রত্যাহার

184
Print Download PDF

অনলাইন ডেস্কঃদাবি পূরণের সরকারি আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার পর বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর থেকে সকাল পর্যন্ত বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), রাজশাহীগামী ধূমকেতু, চট্টগ্রামগামী সোনার বাংলাসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, ভোরে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় মঙ্গলবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে ওইদিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) যাত্রীদের জন্য ট্রেনের টিকিটে বাসের ব্যবস্থা করে। এসব বাস যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।

কর্মবিরতি চলাকালে মঙ্গলবার দফায় দফায় বৈঠক হলেও রেলের রানিং স্টাফরা তাদের অবস্থানে অনড় ছিলেন। পরে নানা নাটকীয়তার পর গভীর রাতে দাবি পূরণের আশ্বাস আসলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

বৈঠক শেষে রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, রেলপথ উপদেষ্টা বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। তাই তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, রানিং স্টাফদের এই কর্মবিরতির ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক যাত্রী তাদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

সংগৃহীত