পদদলিত হয়ে ভারতে মহাকুম্ভ মেলায় নিহত ১২

141
Print Download PDF

অনলাইন ডেস্কঃভারতের উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টার দিকে প্রয়াগরাজ জেলায় এই ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিবিসি তাদের সংবাদে জানিয়েছে, পদদলনের কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই মেলায় আসা পুণ্যার্থীরা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষ করার বাধ্যবাধকতা থাকায় গঙ্গার তীরে ব্যাপক ভিড় ছিল।

ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, স্ট্রেচারে করে আহত ও নিহতদের নিয়ে যাওয়া হচ্ছে। নদীর তীরে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স ছিল। একজন স্বাস্থ্যকর্মী বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা এক ডজনের বেশি হবে। দুর্ঘটনার স্থানে বেশ কয়েকটি লাশ দেখতে পাওয়ার কথা জানান তিনি। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো নিহতের সংখ্যার ব্যাপারে কোনো তথ্য জানায়নি।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার এত ভিড় ছিল সেখানে। ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে গতকাল (২৯ জানুয়ারি) ছিল মৌনী অমাবস্যা।

ভারতের এই কুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে বিবেচিত হয়। প্রতি ১২ বছর পর পর হয় এই মেলা। এতে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি পুণ্যার্থী জড়ো হন। ১৪৪ বছর পর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মেলা হয়। ভারতের সরকারি তথ্য অনুসারে, এবারের মেলায় ভারত, নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে অন্তত ১৪ কোটি ৮০ লাখ পুণ্যার্থী এসেছেন। উত্তর প্রদেশ সরকারের তথ্য বিভাগের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ভারতীয় সময় আজ সকাল ৬টায় ১ কোটি ৭০ লাখের বেশি তীর্থযাত্রী স্নান করেছেন।