অনলাইন ডেস্কঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৪, নাটোরের সড়ক ও জনপথ বিভাগ (সওজ) আকস্মিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ধর্মঘটের কারণ
বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, সওজ কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়।
ধর্মঘটের প্রভাব
বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে নাটোরের পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে।
ভোগান্তি
ধর্মঘটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহী, প্রাইভেট কার ও মাইক্রোগাড়ির মালিক-চালকরা। তেলের জন্য পাম্পগুলোতে ভিড় করছেন তারা। অনেক পাম্পে তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।