
নিজস্ব সংবাদদাতাঃ রাজনীতির ময়দানে দোলাচলের টানা পোড়নে রাজনৈতিক বক্তব্যের বাদ-প্রতিবাদ চলছে বা লেগেই আছে।
আজ বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজ প্রসঙ্গে।
ক্লিন ইমেজ তথা পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ব্যক্তিবর্গের বিএনপির সদস্য হতে বাধা নেই- বলে গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজ তথা পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন- যারা দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেনে এবং দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন।
এতে বলা হয়, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে চলে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী চিন্তা লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিওকর্মী হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এ ক্ষেত্রে বিএনপির আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি প্রাথমিক সদস্য হতে পারবেন।
অথচ, আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, বলা হয় বিবৃতিতে।