অনুজা

138
কবি আইনুন নাহার ম্যামী
কবি আইনুন নাহার ম্যামী

চাঁদ আসে চাঁদ যায়,

সে হাসে বাড়ির আঙনায়।
তোর প্রতীক্ষাতে আমি ছাড়া,
কেউ নেই, আজও ছন্নছাড়া।
গৃহলক্ষ্মী আনন্দে হৈ-হুল্লোড়ে,
মেতে উঠে বাঁকা চাঁদ ঘিরে ।
আমার সকল সুখ – রাশি,
তোর সাথেই গিয়েছে ভাসি ।
বছর যায় আসেও ফিরে,
স্বপ্নের তরী ফেরেনা নীড়ে।
কত নতুন প্রাণের কল্লোলে,
ভরে আছে গৃহ কুন্তলে ।
কেবলই শূন্যতা মোর সংসারে,
তোর অভাবে আতিথ্য কাহারে?
চাঁদের হাটে চাঁদের বুড়ী,
উরিয়ে কাঁদায় দুঃখের ঘুড়ি।