নগর ভবন অবরুদ্ধ, সেবা কার্যক্রম স্থগিত

168

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা। সোমবার (১৯ মে) টানা পঞ্চম দিনের মতো নগর ভবনের প্রধান ফটকসহ সব প্রবেশদ্বারে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এর ফলে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভকারীরা “ঢাকাবাসী” ব্যানারে নগর ভবনের সামনে জড়ো হন। মূল ফটক আটকে দিয়ে তাঁরা সেখানে অবস্থান নিতে শুরু করেন। এতে নগর ভবনে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতা কিংবা কর্মকর্তা-কর্মচারীরা। ভেতরে থাকা বিভিন্ন দপ্তরেও কাজকর্ম বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীদের এই কর্মসূচিতে সক্রিয় অংশ নিচ্ছেন দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বিভিন্ন দপ্তরের গেটেও তালা দিয়ে রেখেছেন। ফলে নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে খালি হাতে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পরাজিত হন এবং আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।

এই প্রেক্ষাপটে ইশরাকপন্থিদের দাবি— ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, অন্যথায় তাঁদের আন্দোলন চলবে।