সিইসি ও ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে

180
এনসিপির আন্দোলন। ছবি- সংগৃহীত
এনসিপির আন্দোলন। ছবি – সংগৃহীত

অনলাইন ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দলটি এই কর্মসূচি চালিয়ে যাবে।

নির্বাচন কমিশন অফিসের সামনে এনসিপির আন্দোলন। ছবি- সংগৃহীত

আজ বুধবার দুপুর ১১টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি এই বিক্ষোভ সমাবেশ শুরু করে।

এসময় এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “এই কমিশন তড়িঘড়ি করে এবং বিতর্কিতভাবে গঠিত হয়েছে। নির্বাচন কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।”

দলের যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন করা জরুরি। তার আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।