ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরের জন্য জাপান গেছেন।

0
275
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হন।

এই সফরে জাপানে ১ লাখ দক্ষ জনশক্তি পাঠানো, মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পসহ বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সফরের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি প্রেরণ এবং দেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো। এ ছাড়া ড. ইউনূস জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গেও আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরে ঢাকা-টোকিও সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে, তবে সামরিক খাত এতে প্রাধান্য পাবে না। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে, যা এর আগে এয়ারক্রাফট সংকটের কারণে স্থগিত ছিল। সফরের অংশ হিসেবে জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাবও তুলে ধরবেন ড. ইউনূস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here