ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

182
ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

অনলাইন ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নেবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এক আবেদনের নিষ্পত্তি করে এই মন্তব্য করে। এর আগে হাইকোর্ট ইশরাকের শপথ ঠেকাতে করা রিট খারিজ করে দেয়, যা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের অনুমতি চাওয়া হয়।

আদালতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আর রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। হাইকোর্টের রায় অনুযায়ী, রিট আবেদনকারী মামুনুর রশিদের এমন মামলা করার এখতিয়ার নেই, এই যুক্তিতে রিটটি খারিজ করা হয়। তবে তিনি পরে আপিল বিভাগে আবেদন করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। কিন্তু গত ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে এবং আগের ফলাফল বাতিল করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।

বর্তমানে, ডিএসসিসি নগর ভবনে ইশরাকের শপথ ও দায়িত্ব গ্রহণের দাবিতে কর্মচারীদের একটি অংশ টানা অবস্থান কর্মসূচি পালন করছে। নগর ভবনের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন বিভাগে কাজ বন্ধ রয়েছে।