
বিনোদন প্রতিবেদকঃ চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের খবর ২০১৭ সালে প্রকাশ্যে আসে। সেই সময় একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপু জানান, তিনি বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে সম্প্রতি এক নতুন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিনি কখনোই ধর্ম পরিবর্তন করেননি। বরং সন্তানের ভবিষ্যৎ এবং নিজের ক্যারিয়ারের কথা ভেবেই সেই সময় মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন।
এই নতুন সাক্ষাৎকারটি উপস্থাপনা করেন দেশের পরিচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সাক্ষাৎকারটি সামনে আসার পর বিষয়টি নিয়ে আবারও আলোচনার সৃষ্টি হলে, সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশে একটি খোলা বার্তা দেন জয়।
সেখানে তিনি লেখেন, “প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না। একবার বলছো আল্লাহকে মানো, আবার বলছো মানো না—এতে অনেকেই কষ্ট পেয়েছেন। মুসলমানরা যেমন আহত, তেমনি তোমার নিজের ধর্মাবলম্বীরাও লজ্জিত।”
তিনি আরও বলেন, “তুমি হয়তো সংসার, সন্তান আর ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় মিথ্যা বলেছিলে, কিন্তু আজ সেটাই তোমাকে একা করে দিয়েছে। এখনই তোমার উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইতে পারা এবং অন্যকে ক্ষমা করতে পারা—এই দুই গুণই মানুষের বড়ত্বের পরিচয়। তুমি যদি মহৎ হও, তাহলে অন্যরাও তোমার প্রতি সহানুভূতিশীল হবে।”
প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। তাঁদের ছেলে জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায়। ২০১৭ সালে অপু প্রথমবারের মতো টেলিভিশনে এসে সবকিছু প্রকাশ করেন, তবে এরপরই তাঁদের দাম্পত্যে ফাটল ধরে এবং কিছু মাসের মধ্যেই বিচ্ছেদ ঘটে।