ক্ষরণকাল

113
কবি-আইনুন ম্যামি
এই গোধূলির আলোমাখা আকাশপটের,
নিচে দাঁড়িয়ে এসো আমরা প্রতিগমনের,
নিমিত্তে স্থির হয়ে আলিঙ্গনে পিষে যাই,
এই বর্তমান, বর্তমানের ধূসর ছাই।
চল, অন্য সরলতার সূত্রে গাঁথি
নতুন প্রাণে আমাদের পৃথিবীর সবুজবীথি।
যেখানে নেই কোন স্রোত রক্তাক্ত ক্ষরণের,
আশাতরী দিক হীন হবেনা অতল সমুদ্রের।
মহোৎসবে মেতে নগ্ন ওরা নির্জলা হাসিতে,
সাঁঝ সকালে ব্যস্ত অন্য শ্রী চুরিতে।
খড়গপুরের মহীউপাস্য দিন রাত্র,
এ-যুগের এমন উপাসনালয় যত্রতত্র।
পৃথিবীর চারণভূমিতে প্রেমের চাষে,
জীবন ভরে ওঠেনা ফুলে ফসলে।
এখানে এখন, হররোজ হৃদয় দলিত পদভারে
যা কিছু প্রাণের সঞ্চয় নিরবে যায় মরে।
এভাবেই জীবনের ক্ষয়ে ,
সময় যাচ্ছে বয়ে।
তাই, চেনা পথের অচেনা মুখের ভিড় ছেড়ে
অজানার দেশে অজানা দড়জায় কড়া নেড়ে,
আমাদের স্বপ্নের মাঠে —- মুঠোমুঠো স্বপ্ন বুনে
পৃথিবী গড়ি সবুজের অরণ্যে।
এসো, গোধূলির আলোমাখা আকাশপটের,
নিচে দাঁড়িয়ে, ক্ষরিত সময় অবসানের
নিমিত্তে নতুনের দিগন্তকে স্বাগত জানাই,
চল, বর্তমানের ধূসরতা পিছনে ফেলে হাত বাড়াই ।