মাদক ও অস্ত্রসহ নগর ওয়ার্ড বিএনপি নেতা গ্রেফতার

207

আরাফাত মিম খুলনা প্রতিনিধি: খুলনায় দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সালাউদ্দিন বুলবুল এবং একই ওয়ার্ড যুবদল সভাপতি তৌহিদুর রহমান তৌহিদকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার আরো ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—শেখ হাবিবুর রহমানের ছেলে যুবদল নেতা তৌহিদুর রহমান তৌহিদ ও তার ছেলে শেখ মো. তাসফিকুর রহমান, বিএনপি নেতা মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল এবং সাতক্ষীরার আরিফ মোল্লা।

এ সময় ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি স্থানীয়ভাবে তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৬ টি বিভিন্ন প্রকার গোলাবারুদ, ১০৫ পিস ইয়াবা এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।