শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবা থেকে মাদরাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার

63

বিশেষ প্রতি‌নি‌ধি শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকোড়ালতলী এলাকায় ডোবা থেকে আমেনা আক্তার নামের দশম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহত আমেনা আক্তার চরকোড়ালতলী মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর কন্যা এবং স্থানীয় মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে পরীক্ষা দেয়ার জন্য মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। নিহত আমেনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।