বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণ

119

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ উত্তরা ১১নাম্বার সেক্টরের ১০নাম্বার রোড বড় মসজিদের পাশে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হ’ল অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণীজগৎ কার্বনডাই অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বনডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রাণীকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে।

একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষ রোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার ৩১ দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

আজ শুক্রবার (৪ঠা জুলাই) বিকেলে কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

বৃক্ষরোপণ শেষে বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চায়। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা-১৮ আসন গড়তে চাই। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে উন্নয়ন হবে এবং দেশে বৈষম্য দূর হবে।

তিনি আরও বলেন, সবাই একসাথে ঐক্যবদ্ধ হলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঢাকা-১৮ আসন গড়া সম্ভব। রাজনীতিক, যিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম। সেই লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং উনার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।বক্তব্যে আফাজ উদ্দিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি ভোট দিতে পারেনি। এখন আমরা ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

এসময় কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, বিএনপির সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে একাধিক চারাগাছ রোপণ করা হয় এবং এলাকার মানুষের হাতে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়