সাইফুল ইসলাম খাজা দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন ইলেটগঞ্জ বাজারের মধ্যে দিয়ে যাওয়া একমাত্র রাস্তাটির অবস্থা বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে।
দীর্ঘ ২০ বছরেও কোনো ধরনের সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, রাস্তাটির চারপাশে আবর্জনার স্তুপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তার বেশিরভাগ অংশ কাদায় ভরে যায়, ফলে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। রাস্তার একাধিক স্থানে ভাঙাচোরা খোয়া ও গর্ত তৈরি হয়ে দীর্ঘদিন যাবৎ এই ভোগান্তি বাড়িয়ে তুলেছে।
অপরদিকে, বাজারের দুই পাশের দোকানদাররা রাস্তায় তাদের পণ্যসামগ্রী রেখে পথ সংকুচিত করে ফেলেছেন। এতে করে ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভিড়, ধাক্কাধাক্কি এবং নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি চলাচল উপযোগী রাস্তা যেমন মৌলিক অধিকার, তেমনি তা শিক্ষা, ব্যবসা এবং সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের একজন নির্বাচিত প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। ইলেটগঞ্জ বাজারের রাস্তার দুরবস্থার কারণে জনগণ যে কষ্ট পাচ্ছে, তা সত্যিই দুঃখজনক।
ইতোমধ্যে স্থানীয় প্রকৌশল দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। বাজেট বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে। পাশাপাশি দোকানদারদেরও নিয়মের মধ্যে চলার নির্দেশ দেওয়া হবে।”
জনগণের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।