গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পানি জমে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে।

129
ছবি- সিএনএস

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ রাতে ও সকালে ভারী বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও টঙ্গী এলাকায় সড়কের ওপর এ অবস্থা সৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায়। এতে সড়কের গাজীপুর ভোগরা বাইপাস মোড় থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই সকালে ভারী বৃষ্টিতে এ মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে ভোগরা বাইপাসের উত্তর পাশে বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বৃষ্টির পানিতে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।

মহাসড়কে চলাচলকারী গাজীপুর পরিবহনের কয়েকজন চালকের সাথে কথা বলে জানা গেছে, ভারী বৃষ্টিপাত হলে রাস্তায় পানি জমে যায়, ফলে যানবাহনের গতি হ্রাস পায় এবং যানজট সৃষ্টি হয়।

গাজীপুর থেকে মোটরসাইকেলে করে উত্তরার উদ্দেশে রওনা দিয়েছিলেন আব্দুর রহমান। বৃষ্টির কারণে মহাসড়কে মোটরসাইকেল বন্ধ করে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে তাকে। এতে ঢাকা থেকে যে সব যানবাহন ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের দিকে যাত্রা করেছিল সেগুলো তীব্র যানজটের কবলে পড়ে।

সকাল ৯ টার দিকে ভোগরা বাইপাস বাসন সড়ক এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। ভোগরা বাইপাস মোড়ের দক্ষিণ পাশ পর্যন্ত ওই মহাসড়কের বাম পাশে জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু ড্রেনের ওপর থেকে স্লাব তুলে ফেলার কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে যেতে পারছে না। পানি কমে গেলে স্লাবগুলোর গর্ত দৃশ্যমান হলে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ওই মহাসড়কের যাত্রীরা চরম বিপাকে পড়েন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে গেলে ওই মহাসড়কে দ্রুতই যানজটের নিরসন হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনরত কর্মকর্তারা।