দাউদকান্দিতে চাঁদাবাজ হানিফ ফর্মা গ্রেপ্তারের দাবি স্থানীয়দের

141
তথাকথিত ডিএসবি’র সোর্স/ফর্মা হানিফ।
হানিফ ফর্মা

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি থানার এলিটগঞ্জ বাজার এলাকায় ডিএসবি (জেলা গোয়েন্দা শাখা) পরিচয় দিয়ে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে হানিফ ফর্মা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে “ডিএসবি ফর্মা” পরিচয় দিয়ে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ গাজীপুর গ্রামের বাসিন্দা বলে দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, হানিফ সম্প্রতি এলিটগঞ্জ বাজারে একটি আমের দোকানদার আব্দুল সাত্তারের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা এবং পঙ্গু অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুসলিমের কাছ থেকেও একই কায়দায় ৫ হাজার টাকা আদায় করেন। দুইজনের কাছ থেকে মোট ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি এখন এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত হানিফ বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় পুলিশের ডিএসবি শাখার ফর্মা বা কর্মকর্তার পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাধারণ ব্যবসায়ী ও গ্রামবাসীদের ভয় দেখিয়ে অর্থ আদায় করাই তার মূল লক্ষ্য বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আরও জানান, ডিএসবি (জেলা গোয়েন্দা শাখা) মূলত সংবেদনশীল অপরাধ ও গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত একটি ইউনিট। এদের কাজ কখনোই বাজারে আমের দাম নির্ধারণ বা দোকানিদের কাছ থেকে টাকা তোলা নয়। হানিফ এই ভুয়া পরিচয়ে নিজেদের হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে।

এলাকাবাসীর দাবি, হানিফের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে তাকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। তারা কুমিল্লার পুলিশ সুপার (এসপি) এবং ডিএসবি বিভাগের ডিওয়ানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই সন্ত্রাসীর হাত থেকে মুক্তি চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।”

এলাকায় একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হানিফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আহ্বান জানিয়েছে দাউদকান্দির সচেতন জনগণ।