আয়রন ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচলে: দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের

151
আয়রন ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল: দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের

মোঃ সিদ্দিকুর রহমান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশাল-বরগুনা মহাসড়কের পাশে মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুরে অবস্থিত আয়রন ব্রিজটি বর্তমানে সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৩৫ বছর আগে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই ব্রিজ সংলগ্ন সড়কটি কিসমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে শাহী মসজিদ ও ঝাটিবুনিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে। উল্লেখ্য, ঐতিহাসিক মোগল আমলের শাহী মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতাভুক্ত এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদটি জিনেরা নির্মাণ করেছে—যা একে ঘিরে তৈরি করেছে নানা কৌতূহল ও ধর্মীয় ভাবগাম্ভীর্য।

এছাড়াও, পায়রা নদী সংলগ্ন এই এলাকাতেই রয়েছে ভয়াং এর পীরে কামেল হযরত শরাফত আলী হুজুরের খানকা ও মাজার শরীফ। প্রতিবছর লক্ষাধিক মুরিদান ও ভক্তবৃন্দ এই ব্রিজ হয়ে আসেন জিয়ারতের উদ্দেশ্যে। একই সঙ্গে মির্জাগঞ্জ উপজেলা সদরের মরহুম ইয়ারউদ্দীন খলিফা (রঃ) এর মাজার শরীফেও পৌঁছাতে হয় এই ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ পার হয়েই।

বর্তমানে ব্রিজটির ভঙ্গুর অবস্থা এবং রেলিং ও সংযোগ সড়কের জীর্ণ দশার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় জনগণ এবং দর্শনার্থীদের পক্ষ থেকে দ্রুত এই পুরোনো ব্রিজের স্থলে একটি নতুন, আধুনিক ব্রিজ নির্মাণের জোর দাবি উঠেছে।

স্থানীয়দের মতে, “এই ব্রিজ শুধু আমাদের যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গেও জড়িত। অতএব, দ্রুত পদক্ষেপ না নিলে প্রাণহানির মত দুঃখজনক ঘটনা ঘটতে পারে।”