জাসাস এর কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

114

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৩টায় উত্তরা মুগ্ধমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জাসাস নেতাকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমান না থাকলে জাসাস হতো না। তিনি রাজপথে ছিলেন, এখন নেতৃত্বেও আছেন। সেই নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি জনগণ মেনে নেবে না।”

অনুষ্ঠানটি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতির পরিসরেও প্রাণবন্ত উপস্থিতি তৈরি করে। কর্মী সম্মেলনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দলীয় আদর্শ ও গণতন্ত্রচর্চার বার্তা তুলে ধরা হয়। রাজনৈতিক চেতনা ও সংস্কৃতির সমন্বয়ে এ সম্মেলনকে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।