সাবেক মন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ দুই বাড়ি জব্দ

125

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের নামে থাকা উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা বাড়ি ও রাজবাড়ীতে তিনতলা বাড়িসহ ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

গত বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক মোজাম্মেল হোসেন জব্দের আবেদন করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

আবেদনে বলা হয়েছে, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে মামলা করা হয়েছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের সময় এ পর্যন্ত তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে ক্রোক করা একান্ত আবশ্যক।