এসএসসি পরীক্ষার ফল জানার উপায় ২০২৫

101
ছবি- সংগৃহীত

গোলাম রাজীবঃ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, ১০ জুলাই, বৃহস্পতিবার প্রকাশিত হবে। তবে এই বছর ফল প্রকাশ উপলক্ষে কোনো বড় আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে না। সাধারণত সাদামাটা ভাবে এই ফল প্রকাশ করা হবে, যা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ফল প্রকাশের সময় ঠিক দুপুর ২টায়, এবং সেসময় থেকেই বাংলাদেশে সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন। ঢাকা শিক্ষাবোর্ডের তথ্য অনুসারে, ফলটি এসএমএস এবং অনলাইনের মাধ্যমে জানা যাবে।

এসএমএস পদ্ধতিতে ফল জানা:
সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাটে লিখতে হবে:

SSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <বছর>
উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি হবে:
SSC Dha 123456 2025
এবং এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদরাসা বোর্ডের ফল জানতে:
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে হলে তাদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের জন্য নিচের ফরম্যাটে এসএমএস করতে হবে:

Dakhil MAD <রোল নম্বর> <বছর>
যেমন: Dakhil MAD 123456 2025
এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

কারিগরি বোর্ডের ফল:
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে হলে এসএমএসে লিখতে হবে:
SSC TEC <রোল নম্বর> <বছর>
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অনলাইনে ফল জানার উপায়:
অথবা শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।

প্রতিষ্ঠানগুলো তাদের ফল জানার উপায়:
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে পুরো রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠানগুলো www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট থেকে সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, এবং ব্যবহারিক পরীক্ষা ছিল ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন অংশগ্রহণ করেছিল, যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।