কুমিল্লা জেলার দাউদকান্দিতে এনসিপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

81

সাইফুল ইসলাম খাজা কুমিল্লা জেলা প্রতিনিধিঃ আসন্ন ২৩ জুলাই কুমিল্লা জেলা জাতীয় গণতন্ত্র পার্টি (এনসিপি) সম্মেলনকে সফল করতে দাউদকান্দি উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি পৌরসভায় আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা এনসিপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা বাবুল প্রধান। তিনি বলেন, “২৩ তারিখের সম্মেলন আমাদের সাংগঠনিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক। সবাই মিলে একযোগে কাজ করলে সফলতা আসবেই।”

সভায় সুন্দলপুর, গৌরিপুর, এলিটগঞ্জ, গোয়ালমারী, পদুয়া, মোহাম্মদপুর উত্তর-দক্ষিণ, পাঁচগাছিয়া পূর্ব ও পশ্চিম ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সকলে কুমিল্লা জেলা সম্মেলনকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

“দলকে সংগঠিত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। দাউদকান্দির নেতাকর্মীদের আন্তরিকতা ও দলীয় দায়িত্ববোধ কুমিল্লা জেলায় উদাহরণ হয়ে থাকবে।”

সভা শেষে জেলা সম্মেলনে অংশগ্রহণ ও কার্যকর প্রস্তুতি বিষয়ে নেতাকর্মীদের মধ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।