প্রযুক্তি ডেস্কঃ গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে—এমন অভিযোগ উঠেছে। এতে বলা হচ্ছে, ব্যবহারকারীর ফোনে থাকা হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপের বার্তার তথ্যও বিশ্লেষণ করছে এই চ্যাটবট।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের আরও ভালোভাবে সহায়তা করতে এই তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। অ্যান্ড্রয়েডে জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি নামে একটি ফিচার চালু হয়েছে, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও ইউটিলিটি অ্যাপ ব্যবহার সংক্রান্ত সহায়তা পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যবহারকারী সেটিংসে গিয়ে এই ফিচার বন্ধ করলেও, বার্তার তথ্য ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা হবে।
এই পরিবর্তনের কারণে অনেকেই গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন, কারণ এতে ব্যবহারকারীদের স্পষ্ট অনুমতি ছাড়াই সংবেদনশীল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। যদিও গুগলের দাবি, এতে করে জেমিনি আরও বেশি কার্যকরভাবে কাজ করতে পারবে, এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার উত্তরও স্বয়ংক্রিয়ভাবে দিতে পারবে।
যারা চান এই ফিচার বন্ধ রাখতে, তাদেরকে প্রথমে জেমিনি অ্যাপ চালু করে উপরের ডান কোণের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ অপশনে গিয়ে টগল সুইচ বন্ধ করতে হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস